জৈব চা - মাসক্যাটেল ভ্যালি :
অনেক আন্তর্জাতিক খরিদ্দারের চাহিদা থাকে জৈবিক খাদ্য এবং পানীয়ের প্রতি, যাতে রাসায়নিক এবং ক্ষতিকারক কিছু না ব্যবহার করা হয়। এই সকল খরিদ্দারের চাহিদা মত গুমটির মাজুয়া বিভাগ তিন বছর ধরে জৈবিক চায়ের চাষ করছে, আই এস ও / সুইজারল্যান্ড - এর তত্বাবধানে যারা প্রশংসা পত্র দেবার অধিকার প্রাপ্ত। আই এস ও ৯০০১ এবং এইচ্ এ সি সিপি মানে এই চা আলাদা ভাবে গুমটি কারখানায় তৈরী হয়। এই চায়ের গুনমান পুরোপুরি উন্নতমানের হওয়ার কারন হচ্ছে ৪৫০০ ফুটের উপর উচ্চতা এবং বিশুদ্ধ চীনের পাতা উন্নত পদ্ধতিতে মেশানোর জন্য।
এই আলাদা মানের চা গুমটি চায়ের সাথে 'ম্যাস্ক্যাটেল ভ্যালি' নামে বাজারে পাওয়া যায়।